শহরের আরও একটি হোটেল একান্তবাস কেন্দ্র ঘোষণা করল প্রশাসন

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ বহিঃরাজ্য থেকে ফিরছেন ত্রিপুরার নাগরিকরা৷ তাদের মধ্যে অনেকেই সেচ্ছায় একান্তবাস কেন্দ্রে যেতে চাইছেন৷ তাই পশ্চিম জেলায় আরও একটি হোটেলকে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ সেখানে নিজ খরচায় প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকা যাবে৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সন্দীপ এন মাহাত্মে এক বিজ্ঞপ্তি জারি করে মঠচৌমুহনীস্থিত উডল্যান্ড পার্ক হোটেলকে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন৷ ইতিপূর্বে খেজুর বাগানস্থিত জিজ্ঞার হোটেল প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে চিহ্ণিত ছিল৷ সেখানে নিজ খরচায় থাকার সুবিধা রয়েছে৷ একইভাবে উডল্যান্ড পার্ক হোটেলেও নিজ খরচায় প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রের সুবিধা নেওয়া যাবে৷ রোম ভাড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?