নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা নিয়ে যতই গর্ববোধ করেন না কেন রাজধানী আগরতলা শহরের প্রাচ্য ভারতী স্কুলের একাদশ শ্রেণির ফলাফল এ সম্পূর্ণ বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে৷ একাদশ শ্রেণির ১৫২ জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র পাস করেছে ১৫ জন ছাত্র-ছাত্রী৷ একাদশ শ্রেণীতে ১৩৭ জন ছাত্র-ছাত্রী অনুত্তীর্ণ৷ রাজধানী আগরতলা শহর এলাকার স্কুলে এদধরনের ফলাফল পরিলক্ষিত হলে গ্রাম পাহাড়ি এলাকায় ফলাফল কি হবে তা বলার অপেক্ষা রাখে না৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং বাস্তবের মধ্যে আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলা শহরের প্রাচ্যবাদী স্কুলের একাদশ শ্রেণির ফলাফল এর মধ্যেই৷ একাদশ শ্রেণির ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই ফলাফল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা কোন ভাবেই মেনে নিতে নারাজ৷ প্রত্যেককে পরবর্তী ক্লাসে পাশ করিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা৷ ফলাফল ঘোষণার পর প্রাচ্য ভারতী স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেছে৷ কর্তৃপক্ষ জানিয়েছেন স্কুল খোলার একমাস পর পুনরায় যারা ফেল হয়েছে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে৷ তারপরও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছেন৷