নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। দিনভর বর্ষণে ত্রিপুরায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আজ সকাল দশটা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে। তার পর কিছু সময় বিরাম দিয়ে পুনরায় ঝিরঝিরে বৃষ্টিপাত হয়। দুপুরের পর থেকে অবিরাম বর্ষণে জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ধারা আগামীকালও বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে। এদিন আগরতলার বিভিন্ন স্থানে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। কিন্তু, জল নিষ্কাশনি ব্যবস্থা মজবুত থাকায় খুব তাড়াতাড়ি জল নেমে গিয়েছে। গতকাল রাত থেকে ভারী বর্ষণে আজ আগরতলার বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছিল। তবে জল নিষ্কাশনে ব্যবহৃত মেশিনগুলি দ্রুত জল নামিয়ে দিয়েছে। ফলে জনগণকে খুব বেশি দুর্ভোগ পোহাতে হয়নি। অতীতে এমন মুষলধারে বৃষ্টিপাত হলে প্রায় সারাদিন রাজধানীর বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে থাকত। ত্রিপুরায় সরকার পরিবর্তনে শহরবাসী জলের ঝাপ্টা থেকে কিছুটা নিস্তার পেয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিনে আগরতলায় ৬২.২ এমএম বৃষ্টিপাত হয়েছে। শুধু তা-ই নয়, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একইভাবে ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সিপাহিজলা, গোমতি, খোয়াই এবং দক্ষিণ জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হবে। বাকি উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় ওই চারটি জেলা থেকে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে।