নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। আগরতলা স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার দুদিনে ২৮ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে এসেছে। করোনা-র থাবায় গত ৭ জুন আগরতলা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৬ জুন থেকে পুনরায় আমদানি শুরু হয়েছে। তাতে ব্যবসায়িক মহলে স্বস্তি দেখা দিয়েছে। প্রসঙ্গত, গত ২৮ মে বাংলাদেশে আটকে থাকা ত্রিপুরা-র নাগরিকরা ফিরেছেন। ১০৬ জন ত্রিপুরার নাগরিকদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল। তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপি-তে ৬ জন বিএসএফ এবং একজন চিকিৎসক সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাতে, আইসিপি গত ৭ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে আইসিপি-র ২৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সম্ভবত, তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কারণ, গত ১২ জুন থেকে যাত্রীদের জন্য আইসিপি-র দ্বার খুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের নাগরিকরা এখন আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এদিকে, বিভিন্ন দিক খতিয়ে দেখে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের বিষয়টি সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে। ল্যান্ড পোর্ট অথরিটি-র আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দী জানান, বাংলাদেশ পণ্য আমদানির ক্ষেত্রে গাড়ির চালকদের যথাসম্ভব গাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, শ্রমিকদের স্যানিটাইজ করার সাথে ভালোভাবে হাত ধোয়া এবং গ্লাভস পড়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, বাংলাদেশের পণ্যবাহী ট্রাক আইসিপি থেকে বেরিয়ে যাওয়ার পর আগরতলা স্থলবন্দর স্যানিটাইজ করা হচ্ছে। দেবাশিসবাবুর কথায়, মঙ্গলবার ১৩ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে। তাতে ১১টি ট্রাকে ১ লক্ষ ৩৪ হাজার ৯৭০ লিটার ভোজ্য তেল এবং দুই ট্রাক শুঁটকি এসেছে। সাথে তিনি যোগ করেন, আজকেও বাংলাদেশ থেকে পণ্য এসেছে। আজ ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। তাতে রয়েছে ৬ ট্রাক ভোজ্য তেল, ২ ট্রাক পিভিসি পাইপ, ১ ট্রাক সুতলি, ২ ট্রাক তুলা, ৩ ট্রাক সিমেন্ট এবং ১ ট্রাক পটেটো দানা। মোট ১৮০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে।