নতুন প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন।। বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। আমবাসা থানাধীন লালছড়ি এলাকার বাসিন্দা জিতেন দেববর্মার মেয়ে নেয়না দেববর্মা মঙ্গলবার দুপুরে স্নান করতে গিয়ে বৈদ্যুতিক মোটর এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। স্নান করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। দশম শ্রেণীর ছাত্রী ছিল নেয়না দেববর্মা। জানা যায় বাড়িতে কেউ ছিল না এই সময়ে, পরে এলাকাবাসীর থেকে খবর পেয়ে ছুটে আসে তার মা ও বাবা, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নাবালিকার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।