নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। মাছ উৎপাদনে স্বয়ম্ভর, ত্রিপুরা হবে আত্মনির্ভর, এই নয়া স্লোগানে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, আত্মনির্ভর রাজ্য গড়ে তোলার জন্য ত্রিপুরার নিজস্ব আয় বৃদ্ধির উপর জোর দিয়েছে সরকার। এই লক্ষ্যে মাছ চাষ একটি উল্লেখযোগ্য উপায়। বায়োফ্লক পদ্ধতি অবলম্বন করে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন মুখ্যমন্ত্রী। তাই তিনি যুবসমাজের প্রতি আহ্বান রেখেছেন। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, ক্ষুদ্র লগ্নির মাধ্যমে নিজের আয় বাড়ানোর ক্ষেত্রে মাছ চাষ আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান হতে পারে। সরকার বিনামূল্যে প্রশিক্ষণ সহ নানাভাবে আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। করোনা পরবর্তী পরিস্থিতিতে ত্রিপুরার অর্থনৈতিক হাল শক্তিশালী করার প্রশ্নে সম্ভব সমস্ত পন্থা অবলম্বনে রাজ্য সরকার পিছপা হবে না, মুখ্যমন্ত্রী সেই আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, করোনা-র প্রকোপে দেশের বেহাল দশা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেখানো পথেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তুলতে চাইছে ত্রিপুরা, সে-কথাও বুঝালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।