এডিসির পরিচালন ক্ষমতা দেওয়ায় দাবীতে নানা জায়গায় অবরোধ টিপিএফের

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।। সোমবার ত্রিপুরা পিপল্‌স ফ্রন্ট নামক আঞ্চলিক দলের ব্যানারে জনজাতি মানুষ ৮ নং জাতীয় সড়কের আমবাসা, বড়মুড়া, মনপাথর প্রভৃতি জায়গাসহ ৭টি স্থানে পথ অবরোধ করে। তাদের দাবী, এডিসির পরিচালন ক্ষমতা প্রদ্যুত কিশোর দেববর্মণের হাতে তুলে দিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রদ্যুত কিশোর জনজাতিদের প্রকৃত প্রতিনিধি হিসাবে সামলাবেন এডিসির প্রশাসন। এ বিষয়ে তারা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যপালকে চিঠি দেওয়ার পরও কোন উত্তর না পেয়ে পথ অবরোধে বসেছেন। আগামীদিনে আরো তীব্র আন্দোলনের ঘোষণা দেবেন তারা। আমবাসায় এদিনের পথ অবরোধের নেতৃত্ব দেন সংগঠনের আমবাসা ডিভিশনের সাধারণ সম্পাদক চরিহাম রিয়াং রাজ্য কমিটির সদস্য বিনোদ বিহারি দেববর্মা সহ অনেকে।খবর পেয়ে ঘটনা স্থলে রয়েছেন এসপি কিশোরে দেববর্মা, এডিশনাল এস পি আশীষ দেবনাথ, এস ডি পি ও আশিষ দেবনাথ, ওসি হিমাদ্রি সরকার এবং ডিসি আশু রঞ্জন দেববর্মা প্রমুখ। সকাল এগারোটা থেকে পথ অবরোধ শুরু হয়। সংবাদ লেখা পর্যন্ত্য পথ অবরোধ চলছে। এদিকে শান্তিরবাজারের মনপাথরেও অবরোধ করে দুই সহস্রাধিক কর্মী সমর্থক। ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ১৫ মিনিটের মধ্যে অবরোধ তুলে দিতে সক্ষম হয়। অমরপুরের থালছড়ায় অবরোধ চলছে। বড়মুড়া এবং জিরানীয়াতেও হয় অবরোধ। এই আন্দোলন আগামীদিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?