দফায় দফায় মাঝারি ও ভারি বৃষ্টির ফলে আগরতলা শহরের নিম্নাঞ্চল জলমগ্ন

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷দফায় দফায় বৃষ্টির ফলে ফের একবার শহর আগরতলার নিম্নাঞ্চল গুলিতে জম জমে যায়। শুক্রবার সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টি হয়। দফায় দফায় মাঝারি ও ভারি বৃষ্টির ফলে এইদিন আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলিতে জল জমে যায়। আগরতলা শহরের বেশকিছু রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। গনরাজ চৌমুহনী সহ শহরের বেশকিছু এলাকায় এই চিত্র পরিলক্ষিত হয়। অন্যান্য বছরের তুলনায় এই বছর আগরতলা শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা উন্নত হওয়ায় এইদিন দীর্ঘ সময় জল ডুবির সমস্যায় ভুগতে হয়নি শহরবাসিকে। এইদিন সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হলেও, বৃষ্টি কিছুটা কমার সাথে সাথে পুর নিগম এলাকার জল নিষ্কাশনি কাজের সাথে যুক্ত কর্মীরা শহরের জল নিষ্কাশনের কাজে লেগে পরে। ফলে কিছু কিছু জায়গায় জল জমলেও দ্রুত জল নিষ্কাশন হয়ে যায়। নিগমের এক সাফাই কর্মী জানান শহরের জল নিষ্কাশনের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। তার জন্য নিগম থেকে তাদেরকে রেইন কোট, হ্যান্ড গ্লাভস ইত্যাদি দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?