৭ দফা দাবির ভিত্তিতে আমবাসা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন

নতুন প্রতিনিধি, আমবাসা, ১২ জুন৷৷সরকারি সকল দপ্তরের শূন্য পদ দ্রুততার সাথে পূরণ করা, উপজাতি এলাকায় বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান , বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা, ৩,১০৩ টি শূন্য পদ অবলুপ্তির প্রক্রিয়া বাতিল করা সহ ৭ দফা দাবির ভিত্তিতে আমবাসা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করলো বামপন্থী যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই ও টি.ওয়াই.এফ আমবাসা মহকুমা কমিটি। শুক্রবার মহকুমা শাসকের অনুপুস্থিতিতে ডিসিএম আশু রঞ্জন দেববর্মার হাতে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন যুব নেতৃত্বরা। প্রতিনিধি দলে ছিলেন ডি ওয়াই এফ আই-র আমবাসা মহাকুমা কমিটির সম্পাদক দীপঙ্কর ভৌমিক,সভাপতি সুমন দেবনাথ, টি ওয়াই এফ-র আমবাসা মহাকুমা কমিটির সম্পাদক স্বপন কলই, সভাপতি ভারত রিয়াং সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?