নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷শুক্রবার এন এস ইউ আই- এর পক্ষ থেকে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের গিয়ে সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে চার সদস্যক প্রতিনিধি দল। বাংলাদেশের তিন নাগরিক , যার মধ্যে রয়েছে দুজন ছাত্র এবং একজন মহিলা তারা বর্তমানে আটকে রয়েছে। তারা বাংলাদেশ ফিরতে পারছে না। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য এন এস ইউ আই এর পক্ষ থেকে সহকারী হাইকমিশনারের কাছে আবেদন জানানো হয়। বিষয়টি জেনে দ্রুত তাদের ফিরে যেতে উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন বলে জানান এন এস ইউ আই এর রাজ্যয সভাপতি রাকেশ দাস। মোট ১৮ জন নাগরিক রাজ্যে আটকে পড়েছেন বলে জানান তিনি। সবাইকে সমস্ত নির্দেশ অনুযায়ী বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের গিয়ে সহকারী হাইকমিশনার।