নতুন প্রতিনিধি, বিশালগড়, ১২ জুন।। শুক্রবার দুপুরে সিপাহী জলা জেলার ১০৩২৩ এড হক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একঘন্টা মানববন্ধন আয়োজন করা হয়। যেহেতু লকডাউন তাই শিক্ষক সংগঠনের কর্মচারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন করার জন্য বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে যখন রাস্তায় নামতে ছিলেন ওই সময়ে বাঁধা দেন মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত পাল বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল ঘোষ সহ বিশাল পুলিশ। টিএসআর মহিলা পুলিশ কনস্টেবল এসে বাধা দান করেন। যদিও শিক্ষক সংগঠনের নেতৃত্ব ১০৩২৩ এ জেলার নেতৃত্ব কারী দেলোয়ার হোসেন, অমৃত দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, প্রবীর দেববর্মা পুলিশকে বিশ্রামগঞ্জ বাজারে রাস্তার পাশে ১ ঘন্টা মানববন্ধন করার জন্য আবেদন করেন কিন্তু পুলিশ তা মানেনি। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম দাঁড়িয়ে খানিকটা সময় মানববন্ধন করেন। আমাদের চাকরি ১০৩২৩ ফিরিয়ে দাও সেই দাবি নিয়ে ছিল এক ঘন্টা মানববন্ধন যদিও পুলিশ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখবার হুমকি পর্যন্ত দেওয়া হয় পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ১০ মিনিট মানববন্ধন করার পর পুলিশের ভয়ে ১০৩২৩ শিক্ষক কর্মচারীরা মাঠ ছেড়ে চলে যান।