ফলে খুব সহসাই ত্রিপুরা পেতে যাচ্ছে পূর্ণ সময়ের ডিজিপি, আবেদনে সায় দিল সুপ্রিম কোর্ট

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ডিজিপি পদের জন্য সর্বভারতীয় পুলিশ সেবায় ৩০ বছরের অভিজ্ঞতার শর্ত কে ছাড় দিয়ে ২৫ বছর করার ত্রিপুরা সরকারের আবেদনে সায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে ইউপিএসসিকে ৩ বরিষ্ঠ আইপিএস অফিসারের প্যানেল তৈরি করে দেবে রাজ্য সরকার। ফলে খুব সহসাই ত্রিপুরা পেতে যাচ্ছে পূর্ণ সময়ের ডিজিপি। আজ সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের পক্ষে এক গুরুত্বপূর্ণ শুনানি হয়। রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের কাছে দুটি আবেদন রাখে। ডিজিপির জন্য ৩০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতাকে কমিয়ে ২৫ বছর করা এবং ডিজিপির নিযুক্তির জন্য তিন অফিসারের প্যানেল তৈরি করার অনুমতি দেয়া। রাজ্য সরকারের আবেদনে সম্মতি জানিয়ে সুপ্রিম কোর্ট, ডিজিপির নিযুক্তির জন্য এক বছরের ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। রাজ্য সরকার তার আবেদনে বলেছিল, ত্রিপুরা ছোট রাজ্য তাই এখানে আইপিএস ক্যাডার কম রয়েছে । এই কারণে ডিজিপির নিযুক্তির জন্য ৩০ এর পরিবর্তে ২৫ বছরের পুলিশ সেবায় কাজের অভিজ্ঞতার শর্তে যেন সম্মতি দেয়া হয়। এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলা হয় ইউপিএসসি কে ৩ অফিসারের প্যানেল পাঠাতে হয় । রাজ্য সরকারের ইউপিএস সির কাছে মাত্র দুজনের নাম পাঠায়। এদের মধ্যে বরিষ্ঠ আইপিএস আধিকারিক অমিতাভ রঞ্জন কে ডিজিপি বানানো হয়। তিনি আইবি তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় কেন্দ্র সরকার তাঁকে ছাড়তে চায়নি। এজন্য তিন মাস ধরে রাজ্যে পূর্ণ সময়ের জন্য ডিজিপি পদ খালি থাকে। এই সময়ের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে ৩০ বছরের সেবা অভিজ্ঞতায় ছাড় দিয়ে, ইউপিএসসি কে দ্বিতীয়বার যেন প্যানেল পাঠানোর অনুমতি দেয়া হয়। সুপ্রিম কোর্ট ইউপিএসসির কাছে জানতে চায় ত্রিপুরাকে এক্ষেত্রে ছাড় দেওয়া যায় কিনা ।ইউপিএসসি এতে সম্মতি জানায়। উল্লেখ্য এই ছাড় শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে একবারের জন্যই। গতবছর নাগাল্যান্ডেও এমন মামলা উঠে আসে ।তাই সুপ্রিম কোর্ট এদিন রায় দানকালে জানান ডিজিপি পদের জন্য এককালীন ছাড় শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রেই। অন্য রাজ্য ইচ্ছে করলে আলাদাভাবে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?