রাজ্যে ভার্চুয়াল রেলি অনুষ্ঠিত, বক্তব্য রাখলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি৷ শুক্রবার রাজ্যে ভার্চুয়াল রেলি অনুষ্ঠিত হয়েছে৷ বিজেপি এই রেলির আয়োজন করেছেন৷ দিল্লী থেকে রেলিতে ত্রিপুরার কর্মকর্তাদের সম্বোধন করে শ্রীরেড্ডি বলেন, ২৫ বছরের বাম শাসনের পর বিজেপির নেতৃত্বে সরকার রাজ্যের গরীব, কৃষিক ও মেহনতি মানুষের জন্য কাজ করছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা অতিমারীতে দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে ২ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন৷ তিনি বিশ্বাস করেন, এই আর্থিক প্যাকেজের সুবিধা ত্রিপুরার মানুষও পাবেন৷
প্রসঙ্গত, এই প্রথম ত্রিপুরায় ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক রেলির আয়োজন করেছে বিজেপি৷ মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে ওই রেলির আয়োজন করা হয়েছে৷ তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন৷ করোনা-র প্রকোপে তিন মাস ধরে রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ রয়েছে৷ অতিমারি পরিস্থিতিতে এই রেলি স্বাভাবিকভাবে দলীয় কর্মী-সমর্থকদের টনিক দিয়েছে বলে মনে করা হচ্ছে৷কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লি থেকে ভার্চুয়াল রেলি-তে ত্রিপুরার কর্মকর্তাদের সম্বোধন করেন৷ আগরতলায় দলের মুখ্য কার্যালয় ছাড়াও বিভিন্ন মণ্ডল এবং বুথ অফিসে ওই রেলি দেখার আয়োজন করা হয়েছিল৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?