রাজধানীর দশমীঘাট এলাকার এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ বিষপানে আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সূত্রধর৷ বয়স আনুমানিক ৩৫ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর দশমীঘাট এলাকার বাসিন্দা প্রয়াত ফনি সূত্রধরের ছেলে প্রসেনজিৎ সূত্রধর৷ প্রায় ১০ বছর পূর্বে সে বিয়ে করে৷ বর্তমানে তার দুই শিশু সন্তান রয়েছে৷ অভিযোগ বিয়ের পর থেকে প্রসেনজিৎ সূত্রধরের স্ত্রীকে প্রসেনজিৎকে মারধর করতো৷ তাই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়৷ তারপর থেকে তারা আমতলি থানার অন্তর্গত পাঁচ মুইখা এলাকার সজল সরকারের বাড়িতে ভাড়া থাকতো৷ সেখানেও প্রায় সময় মারধর করা হতো প্রসেনজিৎকে৷ এরই মধ্যে বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে৷ সাথে সাথে প্রসেনজিৎকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ বৃহস্পতিবার গভীর রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় প্রসেনজিৎ-এর৷ ঘটনার পর প্রসেনজিৎ-এর শ্বাশুরি প্রসেনজিৎ-এর বাড়িতে ছুটে যায়৷ এবং ঘটনা সম্পর্কে বাড়ির লোককে আবগত করে৷ দ্রুত প্রসেনজিৎ-এর মা ও ভাই হাসপাতালে ছুটে আসে৷ তাদের অভিযোগ প্রায় সময়ই প্রসেনজিৎ-এর স্ত্রী প্রসেনজিৎকে মারধর করতো৷ পাঁচ মুইখা এলাকার যে বাড়িতে প্রসেনজিৎ ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের সাথে প্রসেনজিৎ-এর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল৷ প্রায় সময়ই বাড়ির মালিক প্রসেনজিৎ-এর ঘরে আসত৷ মৃত প্রসেনজিৎ-এর ভাইয়ের সন্দেহ হয়তো তারা সকলে মিলে প্রসেনজিৎ-কে পরিকল্পনা করে হত্যা করেছে৷ মৃত প্রসেনজিৎ-এর ভাই আরও জানায় প্রসেনজিৎ-এর স্ত্রী ও ভাড়া বাড়ির মালিকের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?