কদমতলায় নিজের ১৪ বছরের প্রতিবন্ধী নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে পিতা গ্রেপ্তার

নতুন প্রতিনিধি, কদমতলা, ১২ জুন৷৷ নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের দায়ে পিতা গ্রেপ্তার৷ কদমতলা থানা এলাকায় ছি ছি রব৷ উত্তর জেলার ধর্মনগরের হাফলংয়ে দাদুর দ্বারা নাতনি ধর্ষিত হয়েছিল৷ এই ঘটনার পক্ষ কালের মধ্যে এবার আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কদমতলা থানাধীন ইচাইলালছড়া গ্রামে৷ নিজের প্রতিবন্ধি ১৪ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছে এক পাষণ্ড পিতা৷ থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে পাষণ্ড পিতা আব্দুর নুর আলীকে৷ ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দুপুরে৷ ইচাইলালছড়া গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল নুর আলী৷ পিতা আব্দুল আলী৷ বাড়িতে স্ত্রী, এক প্রতিবন্ধী ১৪ বছরের নাবালিকা কন্যা এবং তিনজন পুত্রসন্তান রয়েছে৷ মঙ্গলবার সকালে ৩ পুত্র কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায়৷ দুপুরে স্ত্রী রুসনা বেগম পাশের বাড়ির পুকুরে স্নান করতে যায়৷ বাড়িতে একা ছিল প্রতিবন্ধী ১৪ বছরের নাবালিকা কন্যা৷ পাষণ্ড পিতা এই নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ গত দুইদিন ধরে এই নিয়ে ইচাইলালছড়া গ্রামে উতাল পাতাল চলছে৷ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ধর্ষিতার পিতা ও তার আত্মীয় স্বজন দ্বারা৷ কিন্তু আজ সকালে ঘটনা ব্যাপক আকার ধারণ করে৷ প্রতিবন্ধী নাবালিকার মা রুসনা বেগম ধর্ষিতা কন্যাকে নিয়ে কদমতলা থানায় এসে হাজির হয়৷ স্বামীর বিরুদ্ধে নিজে প্রতিবন্ধী নাবালিকা কন্যাকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ কদমতলা থানা লিখিত অভিযোগের মুলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এর বিভিন্ন ধারা এবং ৩২৫/ ৫০৬/ ২০১ এবং ২০১২ সালের পস্কো আইনের ধারায় মামলা নথিভুক্ত করে৷ কদমতলা থানায় দায়ের করা মামলার নম্বরটি হলো ৩০/২০৷ অভিযোগ মূলে কদমতলা থানার পুলিশ আজ দুপুর নাগাদ অভিযুক্ত পাষণ্ড পিতা আব্দুল নুর আলী (৪০)কে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল ধৃত নরপিচাশ পিতাকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ৷ এদিকে অভিযোগ উঠেছে আব্দুর নুর আলি বছর দশেক পূর্বে নিকট আত্মীয় এক নাবালিকাকে ধর্ষণ করে৷ সে সময়ে পারিবারিক সালিশি সভার মাধ্যমে ঘটনার মীমাংসা করা হয়৷ কিন্তু এবার আর তাকে রেহাই দেওয়া হয়নি৷ নিজের নাবালিকা প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল৷ এই ঘটনায় সর্বত্র ছিঃ ছিঃ রব পড়েছে৷ পাশাপাশি ধর্ষিতার মা নরপিচাশ পাষন্ড স্বামীর উপযুক্ত শাস্তির দাবি তুলছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?