নতুন প্রতিনিধি, বিলোনিয়া, ১২ জুন।।দক্ষিণ ত্রিপুরা জেলার পুরাতন রাজবাড়ি থানা এলাকায় এক মহিলা এসিড খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী মহিলার নাম শেফালী দাস। পরিবারের লোকজন রা প্রথমে তাকে নিহার নগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। মহিলার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকায় নিহার নগর প্রাথমিক হাসপাতাল থেকে তাকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তাকে শেষ রক্ষা করা যায়নি। বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে মহিলা দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। মানসিক অবসাদ থেকেই মহিলা এই ঘটনা সংগঠিত করেছে বলে পরিবারের লোকজনদের দাবি। এ ব্যাপারে পুরাতন রাজবাড়ী থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অ্যাসিড খেয়ে মহিলার আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।