নতুন প্রতিনিধি, মোহনপুর , ১১ জুন৷৷ রাজ্যের রক্ত সংকটের ঘাটতি মেটাতে মোহনপুরবাসীদের বিশেষ ভূমিকা পূর্বেও ছিল এখনো আছে৷ ওবিসি মোর্চার পর এবার মোহনপুর মণ্ডল এস সি ও যুব মোর্চার উদ্যোগে মোহনপুরস্থিত মোহনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ বৃহস্পতিবার স্বেচ্ছায় এই রক্তদান শিবিরের শুরুতেই রক্ত দিতে দুটি সংগঠনের কর্মী সহ স্থানীয় লোকজনদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়৷ দুপুর ২ টা পর্যন্ত রক্ত সংগ্রহ করা হয়৷ শিবিরের শেষ প্রান্তে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ মোহনপুর সুকলে আয়োজিত শিবিরে গিয়ে তা পরিদর্শন করে উৎসাহিত করেন রক্ত দাতাদের৷ এদিনের শিবিরের প্রায় ২৫০ জনের অধিক লোক স্বেচ্ছায় রক্ত দান করে৷ এদিনের রক্তদান শিবিরের প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যে ৪০ হাজার ইউনিট রক্ত দরকার প্রতি বছর৷ ফলে ১ শতাংশ মানুষের রক্তদান করার প্রয়োজন৷ সুতরাং রাজ্যের যে জনসংখ্যা সেই অনুপাতে এক শতাংশ মানুষ রক্ত দিলে চাহিদা পুরন হবে৷ তাছাড়া জাতীয় স্তরেও এই পরিসংখ্যান প্রযোজ্য বলে দাবি করেন মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি আরো বলেন প্রতিটি বিধানসভা থেকে মাসে ৭০ জন যদি রক্ত দান করেন তাহলেই এই চাহিদা পুরন হয়ে যায়৷