নতুন প্রতিনিধি, খোয়াই , ১১ জুন৷৷ ছড়ার জলে ভেসে আসা নৌকাকে কেন্দ্র করে কৌতুহল গ্রামবাসীদের মধ্যে৷ ঘটনা বৃহস্পতিবার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের রাজনগর এলাকায়৷ রাজনগর রাম ঠাকুর চৌধুরীপাড়া এবং তালুকদার বাড়ি এলাকার মাঝ বরাবর বয়ে গেছে সম্রু ছড়া৷ এদিন দুপুরে ছড়ার জলে ভেসে আসে এক নৌকা৷ বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই কৌতুহল ছড়ায়৷ জন্মনেয় ধার্মিক চিন্তাভাবনার৷ প্রবীণ মানুষেরা বলতে থাকেন নৌকাটি ৭০ বছরের পুরনো৷ এই নিয়ে গ্রামবাসীদের একেকজনের একেক অভিমত৷ এদিকে দীর্ঘদিন এই ছড়া পারাপারের জন্য এলাকাবাসী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে৷ আজ পর্যন্ত তাদের দাবি কার্যকর হয়নি৷ তার মধ্যে বৃহস্পতিবার ছড়ার জলে নৌকা উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে৷ দৈবিক শক্তি তাদের জন্য এই নৌকা পাঠিয়েছে বলে স্থানীয়দের ধারনা৷