নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। করোনা মোকাবিলায় ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে কোভিড কেয়ার সেন্টার স্থাপনের জন্য ৩১৫টি বগি প্রস্তুত করা হয়েছে। ২০টি স্টেশনে ওই বগি রাখার বন্দোবস্ত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চলের ২০টি স্টেশনে সর্বসুবিধাযুক্ত ৩১৫টি বগি কোভিড কেয়ার সেন্টার প্রস্তুত করা হয়েছে। রাজ্য সরকার চাইলেই করোনা চিকিৎসায় ওই সকল বগি ব্যবহার করতে হস্তান্তর করা হবে। তাঁর দাবি, ওই বগিগুলিতে সমস্ত সুবিধা রয়েছে। একটি বগিতে ৯টি শয্যার বন্দোবস্ত করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু রয়েছে। তিনি বলেন, আগরতলা, আমবাসা, আলিপুরদুয়ার জংশন, বদরপুর জংশন, ডিব্রুগড়, গুয়াহাটি, কামাখ্যা, কাটিহার, লামডিং জংশন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, নিউ তিনসুকিয়া, রাঙ্গাপাড়া উত্তর, রঙ্গিয়া, শিলচর, মরিয়নি, মরকংসেলেক, নিউ আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি স্টেশনে রেলের বগিতে কোভিড কেয়ার সেন্টার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।