নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ জুন।। বেশ কিছুদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক্সরে পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সার্বিক বিষয় নিয়ে তিনি কথা বলেন মহাকুমার স্বাস্থ্য আধিকারিকের সাথে। পরবর্তী সময়ে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক্সরে পরিষেবা বন্ধ রয়েছে এমনটা নয়। হাসপাতালে যে এক্সরে টেকনেশিয়ান কর্মরত ছিল, বর্তমানে সে মেডিকেল গ্রাউন্ডে ছুটিতে রয়েছে। তাই হাসপাতালে এক্সরে পরিষেবা বন্ধ রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে কথা বলবেন বলেও জানান। তিনি আরো জানান বহিরাজ্য থেকে যারা আসছে তাদের কিভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই বিষয়ে কথা হয়েছে মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের সাথে। সবকিছুর রিপোর্ট সংগ্রহ করার পর তিনি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সাথে কথা বলবেন বলে জানান।