নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ জুন৷৷ খবরের জেরে শান্তির বাজারে পূর্বের জায়গায় ফিরে আসলো সব্জী, মাছ ও মাংস বাজার৷ করুনা ভাইরাসের প্রভাবেরফলে সামাজিক দুরত্ব বজায় রাখারজন্য শান্তির বাজারের সব্জী, মাছ ও বাজার স্থানান্তরিত করে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে ও নতুন মোটরস্টেন্ডের মাঠে নিয়ে যাওয়াহয়৷ কোনো পরিকাঠামো ছারাই বাজার স্থানান্তরিত করাতে বিপাকে পরতেহয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই৷ সামান্য বৃষ্টিতেই জলমগ্ণ হয়েউঠতো বাজারের মাঠ৷ ব্যাবসায়ীদের সমস্যানিয়ে গত ৪ ঠা জুন সংবাদ প্রকাশের পর টনকলড়েছে শান্তির বাজার মহকুমাশাসকের৷ অবশেষে মহকুা শাসকে নির্দেশ অনুষারে পূর্বের জায়গায় স্থানান্তিরত করাহয়েছে সব্জী, মাছ ও মাংস বাজার৷ এতেকরে খোবইখুশি ব্যাবসায়ীরা৷ উনারা আশাব্যক্ত করেন সেডঘরের মধ্যে সামাজিক দুরত্ব বজায়রেখে উনারা উনাদের ব্যাবসা চালিয়েযেতে পারবেন৷ অপদিকে বৃষ্টির মধ্যেও উনারা ক্ষতির সন্মুখিন হবেনা বলে আশাব্যক্তকরেন৷ আজ সকালথেকে সকলে উৎসাহের সহিত পুর্বের জায়গায় ব্যাবসা শুরু করেছেনবলে জানান৷