করোনা যুদ্ধে জয়ী সুস্থ যুবককে অভিনব ভাবে বরণ করলেন গ্রামবাসী

নতুন প্রতিনিধি, সোনামুড়া , ১০ জুন৷৷ করোনা সংক্রমিত যুবক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফুল ছিটিয়ে, ধুপ দেখিয়ে এবং উলু ধবনি দিয়ে তাকে বরণ করলেন গ্রামবাসী৷ এতে করোনা সংক্রমিতের পর সুস্থ হয়ে ওঠা যুবক বাড়ি ফিরে অনেকটা যুদ্ধে জয়ের অনুভূতি পেয়েছেন বলেই মনে হচ্ছে৷ সিপাহিজলা জেলাপ ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন নিদয়া এলাকায় বিজেপি মণ্ডলের তরফে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরাবাসী৷ এ-বিষয়ে বিজেপি-র ধনপুর মণ্ডলের মিডিয়া ইনচার্জ আশিসকুমার পাল বলেন, গত ২৭ মে মহারাষ্ট্র থেকে ওই যুবক ট্রেনে ত্রিপুরায় ফিরেছিলেন৷ তিনি সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন৷ আশিসবাবুর কথায়, বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের পৃথক একান্তবাস কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছিল৷ সে-মোতাবেক ওই যুবককেও একান্তবাস কেন্দ্রে রাখা হয়েছিল৷ কিন্তু, পরের দিন তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর আসে৷ আশিস পাল বলেন, করোনা সংক্রমণে চিহ্ণিত হওয়ার পর ওই যুবককে জিবি হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ গত ৮ জুন সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন৷ তিনি জানান, করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরার পর তাঁকে ২৩-২৪ জন গ্রামবাসী মিলে বরণ করেন৷ ফুল ছিটিয়ে, ধুপ দেখিয়ে এবং উলু ধবনি দিয়ে গ্রামবাসীরা তাঁকে বরণ করেছেন৷ তাতে ওই যুবক ভীষণ আনন্দিত হয়েছেন৷ আশিসের কথায়, অনেকক্ষেত্রে করোনা সংক্রমিতদের মানুষ তাচ্ছিল্যের নজরে দেখেন৷ সেই জায়গায় ত্রিপুরার গ্রামীণ এলাকার জনগণ করোনা সংক্রমিতের সুস্থ হয়ে বাড়ি ফিরলে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন৷ নিঃসন্দেহে গ্রামবাসীদের ওই ভূমিকা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
তাঁর কথায়, ওই যুবক নিজেও আশা করেননি তাঁকে গ্রামবাসীরা এভাবে বরণ করবেন৷ বাড়ি ফিরে ওই যুবক গ্রামবাসীদের আদর-অভ্যর্থনা দেখে আপ্লুত হয়ে পড়েন৷ তিনি গ্রামবাসীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?