নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। আনলক ওয়ানে রাস্তায় নেমেছে প্রচুর পরিমাণে যান বাহন। এই অবস্থায় চাপ বাড়ছে দিনের বেলায়। কিন্তু যান চালকদের একাংশ ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক ভাবে মানছেন না। যে কারণে দেখা দিচ্ছে যান জট। রাস্তায় সিগন্যালে নির্ধারিত জায়গায় না দাড়িয়ে গাড়ি দাঁড় করাচ্ছে এর বাইরে। এরপর সারিবদ্ধ ভাবে দাঁড় না করানোয় বিপরীত দিক থেকে আসা গাড়ি গুলি চালাচল করতে সমস্যা হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার রাজধানীর জ্যাকসেন গেইট এলাকায় মাঠে নামে ট্রাফিক পুলিশ। গোটা ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতেই উদ্যোগ নেয় তারা। স্টপ লাইন অতিক্রম করে যে সমস্ত গাড়ি ও রিক্সা চালক সামনে এসে দাঁড়াচ্ছে তাদের করা হয় সতর্ক। নিয়ম মেনে শৃঙ্খলার মধ্যে যান চালানোর জন্য দেওয়া হয় বার্তা।