নতুন প্রতিনিধি, অমরপুর, ১১ জুন।। বৃহস্পতিবার সাতসকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও দু জন। বাইসাইকেলে বাইকের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গোমতি জেলার অন্তর্গত অমরপুরের কাঁঠালবাগান এলাকায় আজ সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজনকে গোমতি জেলা হাসপাতালে এবং অপর জনকে আমারপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী রতন পালের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ সকালে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রতন পাল। একটি দ্রুতগামী বাইক এসে বাইসাইকেলে ধাক্কা দেয়। তাতে বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রতন পাল। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন। স্থানীয়রাই দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেন। দমকল বাহিনীর জওয়ানরা এসে তিনজনকে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রতন পালকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অমরপুর হাসপাতাল থেকে তাঁকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর একজন বর্তমানে অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাইক চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বীরগঞ্জ থানার পুলিশ বাইক এবং বাইসাইকেলটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় রতন পালের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য লকডাউন চলাকালেও রাজ্যের বিভিন্ন স্থানে যানবাহন দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। যা চালকদের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই এই সব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ জনগণ।