নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা সংলগ্ণ বনদপ্তরের অস্থায়ী ক্যাম্পে মঙ্গলবার রাতে হামলা চালাল দুষৃকতীরা৷ ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর, কপালি বস্তি, জুম বাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বন্য হাতির তাণ্ডব রুখতে সম্প্রতি এই অস্থায়ী ক্যাম্প তৈরি করে বনদপ্তরের কর্মীরা৷ এই অস্থায়ী ক্যাম্প থেকে রাত্রিবেলায় বনদপ্তরের কর্মীরা পেট্রোলিং করে৷ এতে করে বনদস্যুরা সমস্যায় পড়ে যায়৷ ধারণা করা হচ্ছে এই বনদস্যুরা মঙ্গলবার রাতে বনদপ্তরের এই অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালায়৷ তবে ঘটনার সময় বনদপ্তরের কর্মীরা কেউই ক্যাম্পে ছিল না৷ বনদপ্তরের কর্মীরা পেট্রোলিং-এর জন্য বেরিয়ে পড়েছিল৷ পরবর্তী সময় বনদপ্তরের কর্মীরা এই অস্থায়ী ক্যাম্পে এসে ঘটনা প্রত্যক্ষ করে উর্দতন কর্তৃপক্ষকে অবগত করে৷ ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি বনদপ্তরের রেঞ্জ অফিসার ঘটনাস্থলে ছুটে আসেন৷ তিনি জানান ধারণা করা হচ্ছে বনদস্যুরা এই ঘটনা সংঘটিত করেছে৷ তিনি আরো জানান বেশ কয়েকজন বনদস্যুর নাম জানা রয়েছে কিন্তু প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না৷ তবে মঙ্গলবার রাতের ঘটনার তদন্ত করা হবে৷ তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি৷