নতুন প্রতিনিধি, অমরপুর, ১০ জুন৷৷ পানীয় জলের দাবিতে উদয়পুর -অমরপুর সড়ক অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা এর জেরে বুধবার সকাল দশটা থেকে যান চলাচল বন্ধ। টানা সাত দিন ধরে জল না আসায় মহারানী গামারিয়া পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার জনসাধারণ মহারানী চৌমুহনি বাজারের রাস্তা অবরোধ করে৷ ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও মহকুমা প্রশাসন৷ তীব্র পানীয় জলের সংকটে ভুগছে মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অধীন ৮ নং জাতীয় সড়ক সংলগ্ণ ৪০ মাইল এলাকার বাসিন্দারা৷ এলাকায় গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হলেও, তা নিয়মিতভাবে করা হয়না৷ পানীয় জল পাওয়ার আশায় প্রতিদিন সকাল থেকেই কলসি জড়ো করে বসে থাকে এলাকার ভূমিপুত্র-পুত্রীরা৷ তারা জানায় দীর্ঘদিন যাবৎ তারা পানীয় জলের সমস্যায় ভুগছে৷ এলাকায় স্থায়ী জলের উৎস না থাকায় প্রশাসন থেকে গাড়ি করে জল সরবরাহ করা হয়৷ কিন্তু তা নিয়মিত ভাবে সরবরাহ করা হয় না৷ গাড়ি করে জল সরবরাহ না করা হলে বৃষ্টির জলের উপর তাদেরকে নির্ভর করতে হয় বলেও জানায়৷ তারা তাদের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানায়৷