নতুন প্রতিনিধি, খোয়াই, ১১ জুন।। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক যুবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম কৌশিক দেবনাথ ওরফে জিশু দেবনাথ। ওই যুবক খোয়াই থানা এলাকার চেবরির বাসিন্দা। বৃহস্পতিবার খোয়াই জেলা যুবমোর্চার পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় কৌশিক দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক মানিক দেবনাথ জানান, কৌশিক দেবনাথ নামের ওই যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এ ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যুব মোর্চা। এই ইস্যুতে যুব মোর্চা বৃহত্তর আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যুব মোর্চা কোনওভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলায়।