নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। রাজ্যের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে আসা পরিমল দাসের অনুপ্রেরণামূলক কথা শুনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনন্দিত। একজন রাবার উৎপাদক, কিভাবে ত্রিপুরায় ড্রাগন ফলের সফল চাষি হলেন, তা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন চাষি পরিমল দেব। ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ২০১৮ সালে পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালায় ড্রাগন ফলের খামার শুরু করেছিলেন এবং ফলটি উৎপাদন করে সাফল্য অর্জন করেছেন। এই ফলের জাতীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। রাজ্যের এই সফল কৃষকের সঙ্গে সাক্ষাৎ, আত্মনির্ভর ত্রিপুরার সংকল্পকে বাস্তবের রূপ দিল বলে অভিমত ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী।