নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ বিএসএনএল ফোর জি পরিষেবা চালু করা, কন্ট্রাকচুয়াল কর্মীদের বকেয়া বেতন প্রদান করা, বি এস ইউ গুলি কৌশলগতভাবে বিক্রয় না করা সহ নয় দফা দাবির ভিত্তিতে ভারতীয় টেলিকম এমপ্লয়িস ইউনিয়নে পক্ষ থেকে বুধবার কামান চৌমুহনিস্থিত বি এস এন এল অফিসে ধর্না কর্মসূচি পালন করা হয়৷এদিন ধর্না কর্মসূচিতে উপস্থিত ভারতীয় টেলিকম এমপ্লয়িস ইউনিয়নের জেলা সম্পাদক দিলীপ কুমার পাল জানান, দাবিগুলি যাতে অতিসত্বর পূরণ করা হয় তার জন্য এ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে৷ এদিন এছাড়া উপস্থিত ছিলেন কামান চৌমুহনী শাখা সম্পাদক সুদীপ দাস, উত্তর গেইট বিএসএনএল শাখার সম্পাদক বাদল সিং সহ অন্যান্যরা৷