অত্যাবশ্যকীয় পন্য অর্ডিন্যান্স পুড়িয়ে আগরতলা শহরে বিক্ষোভ কৃষক সভার

নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ অত্যাবশ্যকীয় পন্য অর্ডিনেন্স ২০২০ এর বিরোধীতা করে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে সাড়া ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি৷ গোটা দেশের সঙ্গে রাজ্যেও হয় অনুরূপ কর্মসূচী৷ তিনটি অর্ডিনেন্সের বিরোধীতা করে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ পার্লামেন্ট নেই৷ কিন্তু তার পরেও অর্ডিনেন্স জারি করে এই নিয়ম জারি করে দিয়েছে৷ এদিন সিপিএম পশ্চিম জেলা কমিটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয় তারা৷ কৃষকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে জানান সাড়া ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য নারায়ন কর৷ এই আন্দোলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ দলের রাজ্যস্তরের অন্যান্য নেতৃত্ব৷ তারা জানান, এই ধরনের আন্দোলন কর্মসূচী আগামী দিনেও অব্যাহত থাকবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?