নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ জুন৷ শান্তিরবাজার মহকুমার দেবদারুতে খোলা হলো ৪৭ শয্যা বিশিষ্ট দক্ষিন জেলার ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার৷ এরমধ্যে ৮ টি মহিলা বেড ও ৩৯টি পুরুষ বেড৷মঙ্গলবার এক আদেশে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই কোভিড হাসপাতালের প্রথম সাতদিন ডিউটি করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের তালিকা প্রকাশ করেছেন৷ দেবদারুতে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে খোলা হলো এই কোভিড হাসপাতাল৷ জেলার করোনা পজিটিভ রোগীদের সেখানে চিকিৎসা করা হবে৷ এতদিন আগরতলায় পাঠিয়ে দেয়া হতো৷ বুধবার থেকে করোনা রুগী ভর্তি করা শুরু হবে বলে জানিয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল সুপার জে এস রিয়াং৷জানা গেছে , বুধবার প্রথম দিনে ৬ জন করোনা রুগী সেখানে রাখা হবে৷ মঙ্গলবার এই ৬ জনের দেহে করোনা পজিটিভ ভাইরাস পাওয়া গেছে৷ প্রসঙ্গত, জাতীয় সড়কের জোলাইবাড়ি থেকে দেবদারু ৪ কিমি দূরে৷