নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। ত্রিপুরায় করোনা আক্রান্তদের জন্য নতুন খাদ্যসূচি তৈরি করা হয়েছে। তাতে প্রতিদিন জনপ্রতি করোনা আক্রান্তের খাবারের জন্য ৩৮০ টাকা খরচ করা হবে। প্রাতঃরাশ থেকে শুরু করে রাতের খাবারের জন্য ওই মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য অধিকর্তা আজ এক নির্দেশিকা জারি করে বলেছেন, প্রতিদিন সকাল ৮টায় করোনা আক্রান্তদের প্রাতঃরাশ দেওয়া হবে। তার জন্য ৪৫ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিদিন খাবারের মেন্যু পরিবর্তন হবে। তাতে পরোটা, ওমলেট, পুরি সবজি, পোহা, ব্রেড টোস্ট ইত্যাদি মিলবে। প্রতিদিন প্রাতঃরাশ এবং বিকেলের হাল্কা খাবারের সাথে চা থাকবে। দুপরের আহারে ডিম, পানির, মাংস নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ডিম, ২ দিন পনির এবং ২ দিন মাংস পাতে পড়বে। তাছাড়া, সবজি, জাল, ভাজাও থাকছে। দুপুরের আহারের জন্য ১৭০ টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা আক্রান্তদের সু-স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রেখেছে ত্রিপুরা সরকার। প্রতিদিন বিকেল সাড়ে চারটায় রোগীদের ফল দেওয়া হবে। বিভিন্ন রকমের ফলের জন্য ৩৫ টাকা বরাদ্দ করেছে দফতর। এছাড়া, বিকেলের হাল্কা খাবারের জন্য ১৫ টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে, শুধু চা এবং বিস্কুট দেওয়া হবে। তবে, রাতের আহারে কোনওদিনই আমিষ দেওয়া হবে না। রাতে তুলনামূলক হাল্কা খাবারের লক্ষ্যে শুধু নিরামিষ পদ রাখা হয়েছে। এক্ষেত্রে পনির, কোফতা, সোয়াবিনের সাথে বিভিন্ন সবজি এবং ডাল ও ভাজা পাতে পড়বে। রাতের আহারের জন্য ১১৫ টাকা বরাদ্দ করা হয়েছে।স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকায় বলেছেন, ওই অর্থ রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে খরচ করা হবে।