নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে তথা আইসিপি কর্মরত বিএসএফ এবং ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুই দিনে ২৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসিপি-তে করোনা আক্রান্তের সন্ধান পাওয়ায় অন্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। আপাতত আইসিপি বন্ধ রয়েছে। ফলে, পণ্য আমদানি বন্ধ রয়েছে এবং যাত্রী-রা বাংলাদেশে ফিরে যেতে পারছেন না। আগরতলা আইসিপি-তে চিকিৎসক ও বিএসএফ সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক-দের থেকেই সংক্রমণ ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ফেরত ১০৬ জনের মধ্যে ১০ জন ত্রিপুরার নাগরিকের দেহে করোনা সংক্রমণ মিলেছে। এরপরই সেখানে কর্মরত স্বাস্থ্য কর্মী, বিএসএফ, ইমিগ্রেশন ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীদের নমুনা সংগ্রহে আরো ৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে ৬ জন বিএসএফ জওয়ান রয়েছেন। এরপরই আগরতলা আইসিপি বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ৪৮ ঘন্টার জন্য স্থলবন্দর বন্ধ করা হয়েছিল। কিন্তু, বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল পর্যন্ত আইসিপি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। ইতিমধ্যে আইসিপি-তে জীবাণুনাশক ছড়ানো হয়েছে। এছাড়া, গতকাল ১২৬ জন এবং আজ ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্ভবত, তাদের সকলের রিপোর্ট আসার পর আইসিপি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।