নেশা কারবারীদের দৌরাত্ম্য অব্যাহত , মহারাজগঞ্জবাজারে বিলেতি মদ উদ্ধার

নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ লক ডাউন চলাকালেও রাজধানী আগরতলা শহরে নেশা কারবারীদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে৷ নেশা কারবারীরা নানা কৌশলে তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে৷ মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পুলিশ একটা দোকান থেকে ৩০০ বোতল বেআইনিভাবে মজুত রাখা বিলিতি মদ উদ্ধার করেছে৷ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজারের ওই দোকানে হানা দেয় বলে জানা গেছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে হানা দিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷ বিলেতি মদ উদ্ধার করা হলেও এ ব্যাপারে কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পূর্ব থানার পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় একইভাবে বেআইনিভাবে প্রচুর পরিমাণে ফেনসিডিলসহ অন্যান্য দেশের সামগ্রিক মজুদ রেখে চলেছে৷ পুলিশের চোখে ধুলো দিয়ে নানা কৌশলে ন্যাশনাল কারবারিরা তাদের নেশা কারবার লকডাউন এর মধ্যেও চালিয়ে যাচ্ছে৷ এদিকে নেশার কবলে পড়ে যুব সমাজ ধবংসের মুখে ধাবিত হচ্ছে৷ পুলিশের নেশা বিরোধী অভিযান আরো কঠোর করার জন্য বিভিন্ন সচেতন মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?