হাপানিয়ায় কোভিড কেয়ার সেন্টারে লুঙ্গিডান্সের তালে উদ্যাম নাচ করোনা আক্রান্তদের

নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ লুঙ্গি ডান্সের তালে উদ্যাম নৃত্যে মজলেন করোনা আক্রান্তরা৷ মঙ্গলবার হাপানিয়ায় কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্ত যুবকরা লুঙ্গি ডান্সের তালে নাচলেন৷ এই ভিডিও তাদের মধ্যেই এক করোনা আক্রান্ত তার ফেইসবুক পেইজে দেওয়ার মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ ফেইসবুকে দেওয়া হয়নি উচিৎ হয়নি অনুভব করতে পেরে ওই করোনা আক্রান্ত যুবক ভিডিওটি মুছে দেন৷ কিন্তু, ততক্ষণে রাজ্যের আনাচে কানাচে ওই ভিডিও পৌঁছে গিয়েছে৷ কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্ত রোগীদের নাচ দেখে নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে৷ অনেকেই তাদের এই নাচ সমর্থন করেছেন৷ আবার অনেকে তাদের এই কাজের জন্য বিদ্রুপও করেছেন৷ একাংশ নেটিজেনদের বক্তব্য করোনাকে জয় করার আনন্দে মেতে উঠেছেন যুবকরা৷ শুধু তাই নয়, ওই যুবকরা নাচ প্রদর্শন করে ইমিউনিটি পাওয়ারের প্রমাণ রাখছেন৷ নেটিজেনদের মতে হতাশা দূর করার জন্য ওই যুবকরা গানের তালে নেচে উঠেছেন৷ তবে, এর উল্টো প্রতিক্রিয়াও দেখা গিয়েছে নেটিজেনদের কলমে৷ একাংশ নেটিজেন মনে করেন, দেশ করোনা আতঙ্কে জুবুথুবু৷ কিন্তু, সরকারী খরচে ওই যুবকরা আরাম আয়েশেই ছুটি কাটাচ্ছেন৷ বিদ্রুপের সূর তীক্ষ্ন করে জনৈক নেটিজেন বলেন, উৎসবের আমেজে ওই যুবকরা করোনার প্রকোপ অনুভব করছেন৷ শুধু তাই নয়, তাদের এই নাচ দেখে ব্যাঙ্গ করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ৷ তাদের কথায়, সরকারী খরচে করোনা রাজ্যে এসেছে৷ এখন করোনার বাহকরা সরকারী খরচের সুবিধা নিয়ে ফুর্তি করছেন৷তবে, প্রতিক্রিয়া যেমনই হোক হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে একাংশ করোনা আক্রান্ত যুবদের নাচ রাজ্যে অতিমারির পরিস্থিতিকে ভিন্ন রঙ দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?