নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে আত্মনির্ভর ও স্বচ্ছ ভারতবর্ষ গড়ে তোলার জন্য কেন্দ্রীয় নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত বুথে বুথে একযোগে বিজেপির সমস্ত কার্যকর্তারা একত্রিত হয়ে আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প পত্র পাঠ করেন। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে সংকল্প পত্র পাঠ করান প্রদেশে বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা। করোনা পরিস্থিতিতে নতুন উপলব্ধি করা গেছে। ভাইরাস মোকাবেলায় লকডাউন করতে হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় জিডিপি রেট নিচে নেমেছে। কিন্তু এই অবস্থায় দেশ একাধিক সামগ্রী তৈরি করে নজির সৃষ্টি করেছে। মহাত্মা গান্ধীর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য এই সংকল্প বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা। দেশীয় সামগ্রী ব্যবহার, উৎপাদনের জন্য এই সংকল্প বলে জানান তিনি। এদিন ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডল এর অন্তর্গত ৫০ নং বুথে হয় অনুরুপ কর্মসূচি। চরিলাম মন্ডল অফিসের ভেতরে বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত দলীয় কর্মীদের সংকল্প পত্র পাঠ করান।