নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ জুন৷৷ গরু চুরি রুখতে সাঁড়াশি অভিযান শুরু করেছে শান্তিরবাজার থানার পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পতিছড়ি ড্রপ গেইটে জাতীয় সড়কে গরু পাচারের সময় পুলিশ একটি বোলেরু পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ জানায়।ভ্যান চালক ব্রেক কষে দাঁড়ানোর ভান করে আচমকা গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং রাস্তায় দেওয়া ব্যারিকেড ভেঙ্গে গাড়িটি দেয় ছুট। আগে থাকা পুলিশের এডভান্স পার্টি গাড়ির চাকা লক্ষ করে গুলি ছোড়ে। গুলিতে চাকা ফেটে গেলেও এঅবস্থায় ভ্যানটি দ্রুত উদয়পুরের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করলেও গাড়ির হদিশ মেলে নি। ধারনা করা হচ্ছে, জাতীয় সড়ক থেকে কোনও একটি গ্রামীন রাস্তায় ভ্যানটি ঢুকে পড়ে এবং চাকা বদলে নিরাপদে চলে যেতে সক্ষম হয়। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া, বেতাগা , জোলাইবাড়ি ইত্যাদি এলাকা থেকে বেশ কয়েকমাস ধরে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে।গাড়িতে তুলেই পাচার হচ্ছে গরু। চুরির ঘটনাগুলির সাথে বিরাট একটি রেকেট যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। পুলিশ নিশ্চিত, গরু চুরি করে রাতে রাতেই সেগুলি সোনামুড়া নিয়ে যাওয়া হয় এবং পাচার হয় বাংলাদেশে।এই রেকেটটি ধরতেই অভিযান চালায় শান্তিরবাজার থানার পুলিশ। লকডাউনের মধ্যেই পাচারকারীদের সক্রিয়তা ও দুঃসাহস দেখে বিস্মিত পুলিশের ধারনা, এদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকতে পারে। লক্ষনীয় ঘটনা হলো, রাত নয়টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাজ্যে কার্ফ্যু জারি রয়েছে। এই পরিস্থিতিতে পাচারকারীরা গাড়ি নিয়ে গরু পাচারের যে দুঃসাহস দেখাচ্ছে তা পুলিশের কাছে রীতিমতো চ্যালেঞ্জের।পুলিশ জানায় এই ঘটনায় ৩০৭/১৮৮/৩ ইত্যাদি ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলার নম্বর ৩০/২০২০।।