নতুন প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন।। উদয়পুরের অমরপুর রাস্তার মাথা এলাকায় সাব্রুম -আগরতলা জাতীয় সড়কে কমান্ডার ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। উভয় গাড়ির চালক সহ মোট ৯ জন গুরুতর ভাবে আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় এইদিন উদয়পুরের রাজারবাগ স্ট্যান্ড থেকে ৪ জন যাত্রী নিয়ে TR 01B 3102 নাম্বারের কমান্ডার গাড়িটি শান্তিরবাজারের দিকে যাচ্ছিল। অপরদিকে ঋষ্যমুখ থেকে ৩ জন যাত্রী নিয়ে অমরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয় TR 01X 0561 নাম্বারের ইকো গাড়িটি। ইকো গাড়িটি সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক থেকে অমরপুরের রাস্তায় প্রবেশ করার সময় শান্তিরবাজার গামী গাড়িটির সাথে সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ির চালক সহ মোট ৯ জন আহত হয়। ঘটনার সাথে সাথে আহতদের নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।