নতুন প্রতিনিধি, বিশালগড়, ৯ জুন৷৷ মঙ্গলবার দিনের জন্য রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা৷ বাড়ি থেকে করোনা পজিটিভ আক্রান্ত ৩ রোগীকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার আগে মাত্র কিছু সময়ের ব্যবধানে পরপর শারীরিক অসুস্থ হয়ে পড়লো দুই এম্বুলেন্স চালক৷ পরবর্তী সময়ে অসুস্থ চালকদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক৷ মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমার রঘুনাথপুর এলাকায় এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে এই এলাকার ৩ ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়ে৷ সেই খবর আসার পরই মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগীদের চিহ্ণিত করে লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে আনার ব্যবস্থা করা হয়৷ এরআগে এম্বুলেন্স চালক পিপিই কিট পড়ে রোগীদের নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ এমন সময় আচমকা অসুস্থ হয়ে পরে সে৷ হঠাৎই অজ্ঞান হয়ে যায় চালক৷ যথারীতি এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান বিশালগড়ের এসডিএমও জে এম দাস৷ ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তিনি তার গাড়ি চালককে দিয়ে করোনা পজিটিভ রোগীদের পাঠানোর উদ্যোগ নেন৷ কিন্তু পিপিই কিট পড়ার পর সেই চালকও অসুস্থ হয়ে পড়ে৷ পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিককে জানানো হলে অন্য চালকের ব্যবস্থা করে করোনা রোগীদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়৷ তবে এই ঘটনায় এসডিএমও সাক্ষাতে জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে পিপিই কিট পরিধানের কারণে শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় চালকদের৷ মূলত প্রচন্ড গরমে অসুস্থ হয়েছে তারা৷ এর উপর প্রথম চালক গত কিছুদিন ধরে সোনামুড়া মহকুমার বিভিন্ন জায়গা থেকে দিন রাতে অন্তত ৩০ জন কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে৷ এতে শারীরিকভাবে তার উপর প্রচন্ড ধকল গিয়েছে৷ শারীরিক দুর্বলতা, তার উপর পিপিই কিটের অসহনীয় গরমে সে অসুস্থ হয়েছে বলে জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক৷