নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ সাত দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার TFDPC-র ম্যানিজিং ডাইরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান সিট্যু অনুমোদিত ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের। তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমানে লক ডাউন জনিত কারণে প্রতিটি রাবার শ্রমিককে সাত হাজার ৫০০ টাকা করে ব্যাঙ্ক একাউন্টে প্রদান, রেশন শোপের মাধ্যমে শ্রমিকদের ১০ কেজি করে চাল, ডাল, তেল , আটা সহ অন্যান্য সামগ্রী বিনামূল্যে দেওয়ার দাবি জানানো হয়। এদিন প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী।