সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য

নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ পুনঃরায় লকডাউন এর গন্ধ পেতেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা। গত দুই ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। প্রথম দুই দফায় লকডাউনে প্রশাসনিক দুর্বলতার সুযোগে জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কিছুটা হ্রাস পায়। খানিকটা স্বস্তি ফিরে জনমনে। কিন্তু রাজ্যে করোনার গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় ফের সম্পুর্ন লকডাউনের গুঞ্জন শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজ্যের এক মন্ত্রী সিপাহীজলা জেলাকে রেড জোনের আওতায় আসার ইঙ্গিত দিয়েছেন। লকডাউন এর গন্ধ পেতেই স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য বেআইনি ভাবে মজুত করছে পণ্য সামগ্রী। সোমবার থেকে পণ্যসামগ্রীর দাম হু হু করে বেরে চলেছে। বিশেষ করে তামাকজাতীয় দ্রব্যের মূল্য মঙ্গলবার সকালেই ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে.। এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। লকডাউন এর গুঞ্জন এবং রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর আগাম মন্তব্যের পর কালোবাজারিরা অতি সক্রিয় হয়ে উঠেছে।কার্যত কালবাজারীদের সুযোগ করে দিয়েছে মন্ত্রীর আগাম বানী। দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়বে সাধারন জনতা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?