নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ করোনার জেরে মরিয়মনগর চার্চে কোন ধরনের পাবলিক অনুষ্ঠান করা হচ্ছে না। মানুষকে জমা করার জন্য কোন অনুষ্ঠান করা হবে না। সরকারী নির্দেশ মোতাবেক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কেউ চার্চে প্রার্থনা করার জন্য এলে তাদের স্যানিটাইজার ও হাত ধোওয়ার ব্যবস্থা করা হয়েছে। সামজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে ঘরে বসে প্রার্থনা করার জন্য সকলের কাছে আহ্বান জানান মরিয়ম নগর চার্চের ফাদার। লাইভ সম্প্রচার করে অনুষ্ঠান গুলি সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই এলাকার মানুষ সকলে মিলে নিয়ম মেনে চলছে। যারা চার্চের ভেতরে থাকে তারাই আপাতত চার্চে প্রার্থনা করছেন। তবে এখনো চার্চ সকলের জন্য উন্মুক্ত করা হয়নি। আগামী দিনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার প্রদেয় সমস্ত ধরনের নির্দেশিকা মেনেই চার্চে আসতে হবে সকলকে বলে জানান তিনি। সকলকে নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন মরিয়ম নগর চার্চের ফাদার। অন্যদিকে লিচু বাগান চার্চের ফাদার জানান সরকারী নির্দেশ এসেছে চার্চ খোলার জন্য। কিন্তু এখনই তারা চার্চ খুলতে চাননা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই বিষয়টির কথা মাথায় রেখে এখুনি চার্চ খোলা হবে না। আড়াই মাস ধরে গির্জা বন্ধ। অন লাইনে প্রার্থনা করার ব্যবস্থা করা হয়েছে। সকলে তা মেনে প্রার্থনা করছেন। আরো কিছু দিন সময় দেখা হবে। তার পরেই এস ও পি – অনুযায়ী গির্জা খোলা হবে। মানুষ প্রার্থনা করার সুযোগ পাবে। আগামী দুই সপ্তাহের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সংক্রম যেন দূর হয় এবং মানুষ যাতে সুস্থ থাকে তার কামনা করেন লিচু বাগান স্থিত চার্চের বিশপ।