১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিলের জন্য কারা দায়ী, তদন্ত কমিশন গঠনে সায় মন্ত্রিসভার

নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। ত্রিপুরায় ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিলের জন্য কারা দায়ী, খুঁজে বের করতে কমিশন গঠনে সম্মতি দিল ত্রিপুরা মন্ত্রিসভা। অবসরপ্রাপ্ত বিচারক গৌতম দেবনাথ-কে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ১০৩২৩ ইস্যুতে গত ২৩ মার্চ বিধানসভায় শিক্ষামন্ত্রী তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করা হবে। ১০৩২৩ শিক্ষকরা আজ কাদের জন্য বিপন্ন হয়েছেন, ওই কমিশন তাঁদের খুঁজে বের করবে। বিধানসভায় বাজেট অধিবেশনের অন্তিম দিনে উল্লেখপর্বে মুখ্য সচেতক কল্যাণী রায়ের ১০৩২৩ শিক্ষকদের অশিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আদালতের মতামত জানার জন্য ত্রিপুরা সরকার সুপ্রিমকোর্টে আপিল করবে। তবে, বাঁকাপথে কীভাবে চাকরি হয়েছিল তা খুঁজে বের করা খুবই জরুরি হয়ে পড়েছে। তাঁর কথায়, ১০৩২৩ শিক্ষকরা আজ বিপন্ন। কিন্তু যাঁদের অপকর্মের জন্য ওই সব শিক্ষকের সর্বনাশ হয়েছে তাঁদের শাস্তি হওয়া উচিত। তাঁর প্রশ্ন, কেন ওই শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে প্রকৃত কারণ খুঁজে বের করা দরকার। তাই তিনি কমিশন গঠনের প্রস্তাব দেন। এতে দোষীদের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।শিক্ষামন্ত্রীর ওই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি কালবিলম্ব দেরি না করে সঙ্গে সঙ্গেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন গঠনে সম্মতি দিয়েছিলেন। শীঘ্রই কমিশন গঠন করা হবে বলেও তিনি ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, ১০৩২৩ শিক্ষকদের নিয়োগ করার সময় তৎকালীন সরকারের নিয়োগ নীতি ছিল। কিন্তু, নিয়োগ নীতি থেকে যেমন খুশি নিয়োগ করা যায় না। তাই, ওই চাকরি বাতিলের জন্য যাঁরা দায়ী তাঁদের খুঁজে বের করতে হবে। তাঁর বক্তব্য, সুপ্রিমকোর্ট ওই নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছে। ফলে তার জন্য যাঁরাই দায়ী তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বিধানসভায় দাঁড়িয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ ত্রিপুরা মন্ত্রিসভা ১০৩২৩ শিক্ষকদের চাকুরী কেন বাতিল হয়েছে, কোথায় গলদ ছিল, কার জন্য ওই শিক্ষকরা চাকুরী হারিয়েছেন তা খুঁজে বের করতে তদন্ত কমিশনে সম্মতি দিয়েছে। সে মোতাবেক অবসরপ্রাপ্ত বিচারক গৌতম দেবনাথ-কে কমিশনের দায়িত্ব দেওয়া হবে। এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারক তদন্ত করবেন এবং সাক্ষ্য-বাক্য নেবেন। তাকে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে তিনি ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন, বলেন শিক্ষামন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?