নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিযায়ী শ্রমিকদের সমস্ত দায়ভার নেবে ত্রিপুরা সরকার। তাঁরা বাড়ি ফিরতে চাইলে, সেই ব্যবস্থা করা এবং বহিঃরাজ্য থেকে করোনা-র জন্য চাকুরী ছেড়ে এসেছেন তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সবই দেখবে রাজ্য সরকার। সেই মোতাবেক আজ ত্রিপুরা মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের রায় কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় জানান, বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় ফেরত পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের প্রশ্নে গুচ্ছ প্রকল্পে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাঁর কথায়, এখন পর্যন্ত ১৫,৮৬৫ জন পরিযায়ী শ্রমিক বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় ফিরেছেন। তাঁদের জন্য রাজ্যভিত্তিক, জেলাস্তরে এবং ব্লকস্তরে হেল্পডেস্ক খোলা হবে এবং তাঁদের দক্ষতা অনুযায়ী নথিভুক্ত করা হবে। তাঁর দাবি, তাদের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পৌছে দেওয়া হবে। সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, স্বাবলম্বন, মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইসেস, ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন, ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, রেগা, ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা সম্ভবত প্রথম রাজ্য সুপ্রিম কোর্টের রায় সঙ্গে সঙ্গে কার্যকর করছে। আজ ত্রিপুরা মন্ত্রিসভা পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় হুবুহু কার্যকরে সিদ্ধান্ত নিয়েছে।