নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুন৷৷ সারা বিশ্বজুড়ে যখন চলছে করোনা ভাইরাসের দাপাদাপি আর সেই কারণে চার দফার লকডাউন শেষ হয় বর্তমানে রাজ্য চলছে আনলক ১ আর এই আনলক ১ এর চতুর্থ দিনে সংবাদ প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল তেলিয়ামুড়া মহকুমার গ্রামীণ ব্যাংক থেকে এক চিত্র৷ আর এই চিত্রে উঠে এলো একপ্রকার কুম্ভ নিদ্রায় পুলিশ প্রশাসন৷ মাসের প্রথম, আর এই প্রথম দফায় সরকারি কর্মচারী থেকে শুরু করে সকল অংশের মানুষেরা সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব কে একপ্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভিড় জমাচ্ছে ব্যাংক গুলোতে৷ প্রশাসনের তরফ থেকে ব্যাংক গুলোতে পুলিশ এবং স্বাস্থ্য কর্মীদের মোতায়েন করে রেখেছে যাতে সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব মানা হয়৷ কিন্তু বৃহস্পতিবার তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের চিত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এক প্রকার দায় সারা মনোভাব নিয়ে ডিউটি করছে পুলিশ কর্মী বাবুরা৷ এক প্রকার লাগামহীন ভাবে ডিউটি করছে বলা চলে৷ বৃহস্পতিবার ব্যাংকে ঢুকে দেখা গেল ব্যাংকে আসা সকল গ্রাহকরা সকলেই জটলা পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে৷ সাংবাদিকদের ক্যামেরা দেখে এক প্রকার বাধ্য হয়ে পুলিশ ম্যাডাম দায়সারাভাবে গিয়ে সকলের কাছে অনুরোধ করে সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব যাতে মানা হয়৷