নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ জুন৷৷ করুনা ভাইরাসথেকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য শান্তির বাজারের সব্জী বাজার স্থানান্তরিত করে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে নেওয়াহয়েছে৷ কোনোপ্রকার পরিকাঠামো ছারাই বাজার স্থানান্তরিত করাতে ক্ষুব্ধ শান্তির বাজারের সব্জী ব্যাবসায়ীরা৷ লকডাউনের চতুর্থ দফা শেষে বাজারের সকল দোকানপাঠ খোলারাখার সময়সীমা বৃদ্ধীকরাহলেও সব্জীবাজারের কোনোপ্রকার উন্নয়ন হয়নি৷ এতেকরে বিপাকে পরতেহয় সব্জী ব্যাবসায়ীথেকে সাধারন লোকজনদের৷ শ্রমজীবি লোকজন দৈনিক কাজশেষে বিকেলবেলা বাজার করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়৷ এইদিকে ব্যাবসায়ীদের সঙ্গে কথাবলে জানাযায় অন্যান্যদিন প্রখর রোদে মাঠে ব্যাবসা করতে উনাদের অসুবিধার সন্মুখিন হতেহয়৷ প্রখর রোদেফলে উনাদের অধিকাংশ সব্জী নষ্টহয়েযায়৷ আজ বৃষ্টিতেও উনারা বিশেষ অসুবিধার সম্নুখিন হতেহচ্ছে৷ সামান্যবৃষ্টিহলে এই মাঠটি জলে ও কাঁদায় পরিপূর্ন হয়েযায়৷ এতেকরে অধিকাংশ লোকজন বাজারমুখী হতেচাননা৷ এইব্যাপারে মহকুমা শাসককে জানালে মহকুমা শাসক এক সাপ্তাহেরমধ্যে পদক্ষেপ গ্রহনকরার পতিশ্রতিদিয়ে কেটেপরেনবলে অভিযোগ৷ এইনিয়ে এক সব্জী ব্যাবসায়ী জানান বর্তমানে শান্তির বাজারে অধিকাংশ সব্জী ব্যাবসায়ী বাজারে আসছেননা৷ এর কারন অর্থের অভাব ও উৎপাদিত ফসলের অভাব৷ মহকুমার বাইরেথেকে সব্জী না আসার কারনে অনেক ব্যাবসায়ী আর বাজারে আসছেননা৷ এখন হতেগুনা কিছু ব্যাবসায়ী ব্যাবসাকরেযাচ্ছে৷ উনারা চাইছেন উনারা পূর্বের জায়গায় ফিরেযেতে৷ এতেকরে উনারা স্বতস্ফূর্তভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে উনাদের ব্যাবসা চালিয়ে যেতে পারবেবলে আশাবেক্ত করেন৷ উনারা জানান আজকের বৃষ্টির জলে কয়েকটি দোকানপাঠ বিশেষ অসুবিধার সন্মুখিন হয়েছে৷ অপরদিকে মাঠে জল ও কাদারফলে আজকে সাপ্তাহিক বাজার হবার পরও সব্জীবাজারে লোকসমাগম খোবইকম৷ এখন দেখার বিষয় ব্যাবসায়ী ও লোকজনের উন্নয়নের স্বার্থে প্রষাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন৷