নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে প্রদর্শনী হল-এ করোনা আক্রান্তদের চিকিৎসায় ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি হয়ে গেছে৷ আজ বৃহস্পতিবার পাঁচ রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে৷ ত্রিপুরায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে৷ তাঁদের মধ্যে ৪৪৯ জন করোনা আক্রান্ত সক্রিয়৷ ফলে চিকিৎসার জন্য শয্যা বাড়িয়েছে রাজ্য সরকার৷ ত্রিপুরায় বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে ১০০ শয্যা, আইজিএম হাসপাতালে ৩০ শয্যা, বিএসএফ-এর হাসপাতালে ৩৫ শয্যা, ভগৎ সিং যুব আবাসে ৩০০ শয্যা এবং এখন নব সংযোজন হাঁপানিয়ায় ৪০০ শয্যাবিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুইট বার্তায় বলেন, ত্রিপুরা শিল্পোদ্যোগ নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে প্রদর্শনী হল-এ ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে৷ এটি ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দফতরের তদারকিতে প্রস্তুত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পাঁচজন করোনা আক্রান্ত রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে৷