নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। ত্রিপুরায় করোনা-য় সংক্রমিতের সংখ্যা হু হু করে বাড়ছে। তাই, জেলাস্তরে কোভিড কেয়ার সেন্টার স্থাপনে তোড়জোড় শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জেলা হাসপাতালগুলিতে কোভিড কেয়ার সেন্টার স্থাপনে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক-কেও প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ধর্মনগর, শান্তিরবাজার, কুলাই, কৈলাসহর, খোয়াই এবং উদয়পুর জেলা হাসপাতালের মেডিকেল সুপারদের সর্ব সুবিধাযুক্ত ১০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সাথে আলোচনার মাধ্যমে শীগ্রই ওই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এ-ক্ষেত্রে কোভিড কেয়ার সেন্টার পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা মেডিকেল সুপারদের হাতে দেওয়া হয়েছে। এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিক বলেন, ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই, জেলাস্তরেই করোনা রোগীদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হচ্ছে। অবশ্য, করোনা পরিস্থিতি শুরু হওয়ার সময়েই কেন্দ্রের নির্দেশে এমন ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, ত্রিপুরায় প্রকোপ তেমন দেখা দেওয়ায়, জেলাস্তরে কোভিড কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তা ছিল না। তবে, এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। তাই, নতুন করে জেলা হাসপাতালগুলিতে কোভিড কেয়ার সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা বোধ করা হচ্ছে, বলেন তিনি। বর্তমানে ত্রিপুরায় ৬৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩ জন, সিপাহীজলা জেলায় ১৮১ জন, খোয়াই জেলায় ২৪ জন, গোমতী জেলায় ৮৫ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫৮ জন, ধলাই জেলায় ১৯৫ জন, ঊনকোটি জেলায় ৪৯ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১২ জন করোনা-য় সংক্রমিত হয়েছেন। করোনা সংক্রমিতদের মধ্যে এখন পর্যন্ত ১৭৩ জন সুস্থ হয়েছেন, ৩ জন বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন এবং ১ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।