নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। বিএসএফ এবং টিএসআর ছাড়িয়ে ত্রিপুরায় করোনা এখন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস-এ (এমইএস) থাবা বসিয়েছে। করোনা সংক্রমিত জনৈক কর্নেল লিচুবাগানে অবস্থিত মিলিটারি স্টেশনে এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। একই সাথে বহিঃরাজ্য ফেরত বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়নেও একজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ৫৫ বছর বয়সি এমইএস আধিকারিক ইন্ডিগোর বিমানে ত্রিপুরায় এসেছেন। ওই বিমানে ২৫ জনের নমুনা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের ইতিমধ্যে ভগৎ সিং যুব আবাসে আনা হয়েছে। এদিকে, ওই ৭ জন করোনা আক্রান্তের মধ্যে ধলাই জেলায় নালকাটাস্থিত বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়ানের এক আধিকারিক রয়েছেন। এ-নিয়ে বিএসএফ ৩ নম্বর ব্যাটালিয়নে ২ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বে ১৬৩ জন বিএসএফ জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন। গতকাল নতুন করে করোনা সংক্রমিতের তালিকায় একজন টিএসআর জওয়ানও রয়েছেন। তাছাড়া, একজনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে একান্তবাসে ছিলেন এমন ৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।