৩১ মে পর্যন্ত ত্রিপুরায় নথিভুক্ত বেকার ১ লক্ষ ৯০ হাজার ২৭৮ জন : শিক্ষামন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। ত্রিপুরায় নথিভুক্ত বেকার ১ লক্ষ ৯০ হাজার ২৭৮ জন৷ চলতি ইংরেজি বছরের ৩১ মে পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (এন সি এস) পোর্টালে রাজ্যে যারা নাম নথিভুক্ত করেছেন তার ভিত্তিতেই এই হিসাব৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই তথ্য দিয়েছেন৷ এদিন তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি পাওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করার পদ্ধতিতে ২০১৬ সাল থেকেই পরিবর্তন আনা হয়েছিলো৷ তদানীন্তন শ্রম দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী ওই পোর্টালের সূচনা করেছিলেন। আগে এই প্রক্রিয়া অফলাইনে করা হতো এবং কার্ডের বৈধতা থাকতো তিন বছর৷ পরে ঐ কার্ড নবীকরণ করতে হতো৷ তাঁর দাবি, ২০১৬ সালের ৩০ এপ্রিল ত্রিপুরায় এন সি এস পোর্টাল চালু করার পর থেকে অফলাইনের বদলে অনলাইনে নাম নথিভুক্ত করার পদ্ধতি চালু হয়৷ তখন থেকে চলতি ইংরেজি বছরের ৩১ মে পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রাজ্যের ১ লক্ষ ৯০ হাজার ২৭৮ জন বেকার নাম নথিভুক্ত করেছেন, দাবি করেন শিক্ষামন্ত্রী৷তাঁর কথায়, ত্রিপুরায় মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমেই নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া চলছে৷ তাঁর বক্তব্য, এই পদ্ধতিতে নাম নথিভুক্ত করার ১ বছরের মধ্যে প্রার্থীকে নিজ নিজ প্রোফাইল খুলে দেখতে হয় কোথায় কি সুুযোগ রয়েছে৷ না হলে প্রার্থীর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়৷ শিক্ষামন্ত্রী জানান, এন সি এস পোর্টালে দেওয়া তথ্য অনুসারে রাজ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত বেকার রয়েছেন ৯৭৩৭ জন, নবম পর্যন্ত বেকার ১৮,০৭৪ জন, দশম মান পর্যন্ত ৫৪,৩৮৩ জন, একাদশ শ্রেণী পর্যন্ত ১,৬৫৯ জন, দ্বাদশ পর্যন্ত ৫০,৪৩৩ জন, মাধ্যমিকের পর ডিপ্লোমা হোল্ডার বেকার ১,৯২৫ জন, দ্বাদশের পর ডিপ্লোমা হোল্ডার বেকার ২,০২১ জন, স্নাতক ৪০,৪৪৫ জন, স্নাতকোত্তর ১০,০৬৫ জন, পি এইচ ডি হোল্ডার বেকার ১১৩ জন, আই টি আই ১৭৬ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার ৪৪ জন৷ এছাড়াও কিছু বেকারের নাম পোর্টালে রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই বলে জানান শিক্ষামন্ত্রী৷ এদিন তিনি আরও জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ৩,০৯৬টি নিয়মিত পদ সৃষ্টি করা হয়েছে৷ এরমধ্যে বিভিন্ন দপ্তরে ৬৮৪টি পদে নিয়োগ করা হয়েছে৷ ডাই-ইন-হারনেসে নিয়োগ করা হয়েছে ৬৩০ জন৷ তিনি জানান, শিক্ষা দপ্তরে টেট, এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষার মাধ্যমে ১,৮২৭ জনকে নিয়োগ করা হয়েছে৷ এছাড়াও চুক্তিবদ্ধ এবং আউটসোর্সিং পদ্ধতিতেও বেশ কিছু পদে লোক নিয়োগ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?